বুধবার, মে ০৪, ২০১৬

দীপান্বিতা…

সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা /
আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা/

সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে, সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা …
গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা…

তুমি নীলাকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ
কোন সে জাদুতে কে জানে!

আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে, সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা/
হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা/

অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে
যে ডাকে সৃতির পাতা…
নদির শেষে আকাশ নীলে, স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে,
দীপান্বিতা…

শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসি,
প্রেয়সী।
জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে,
ভালবাসি।

চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে,
পুড়েছি যে-বোঝনি তা/
অভিমানে চুপটি করে, এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে- লুকোনো কথা/

ইটপাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা…
জীবন যখন থমকে দাড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায়
দীপান্বিতা…
কল্পনারই আকাশ জুড়ে, নানা রঙে লোকের ভিড়ে, দুচোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা…
তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা,তুমি আমার ভালবাসা
দীপান্বিতা……।

রবিবার, নভেম্বর ১০, ২০১৩

ভালোবাসার উক্তি-

*সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো।
 এ নিয়ে সবাই কথা বলেকিন্তু শুধুমাত্র কয়েকজনই এর 
দেখা পায়।।
লা রচেফউকোল্ড

 হে বর্ষাএত বেশী ঝরোনা যে 
আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে ।
 ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো 
যেন ও যেতেই না পারে ।
ভালবাসার জন্য যার পতন হয়,

*সারাজীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে 
একবার ভালোবেসে তাকে হারানো উত্তম।
আগাস্টিন

*আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি 
অসংখ্যবার ভালবেসেছিএক জীবনের পর 
অন্য জীবনেও ভালবেসেছিবছরের পর বছর 
সর্বদাসবসময়।

*তোমার প্রেমের বন্যায় বধু হায় দুই কুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় ।
-কাজী নজরুল

*পুরুষ অনে ঠেকে অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে ।
-রবীন্দ্রনাথ

 
*ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় ।
-টেনিসন

 
*প্রেম মানুষকে সংযমী চরিত্রবান ,
 বলবান ,
সাধনার দৃঢ়বান করে যুবককে 
সংগ্রামশীল ,
মসত্‍ ও গৌরবশীল করে ।
-লুত্‍ফর রমান

ভালোবাসা নিয়ে ১০০ টি উক্তি




                                        
আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার জন্য আলাদা একটি দিন। চোখে মায়ার কাজল মেখে দুরু দুরু বুকে ভালোবাসা প্রকাশের মধুর দিন আজ।



পৃথিবীর আদিমতম সম্পর্কের নাম ভালোবাসা।এ প্রত্যয়টি নিয়ে পৃথিবীতে যত গল্প, কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো সম্পর্ক নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে, কেউ জীবন দিয়েছে। সেই ভালোবাসাকে চিরঞ্জীব করে রাখতে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘বিশ্ব ভালোবাসা দিবস’।

“”ইতিহাস মতে, তৃতীয় শতকে রোমের যাজক ছিলেন দ্বিতীয় ক্লাডিয়াস। সে সময় তার ঘোষণা অমান্য করে প্রথম ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক-প্রেমিকাদের বিয়ের ব্যবস্থা করেন। ২৭০ খ্রিস্টাব্দে বিশপ ভ্যালেন্টাইন ভালোবাসার জন্য প্রাণ বিসর্জন দেন। তৃতীয় ভ্যালেন্টাইন উত্তর আফ্রিকার একটি রোমান সাম্রাজ্য আত্মোত্সর্গ করেন। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুসারে এই তিন ভ্যালেন্টাইন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার জন্য আত্মাহুতি দেন।
সেসব ইতিহাসের পথ ধরে ৪৯৮ সালে প্রথম জেলসিয়াস ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ঘোষণা দেন। দিবসটি সর্বজন গ্রহণযোগ্যতা পায় প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে। সেইন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতিবছর রোমানরা ১৪ ফেব্রুয়ারি পালন করত ‘জুনো’ উত্সব। রোমান পুরাণে বিয়ে ও সন্তানের দেবী জুনোর নামানুসারে এর নামকরণ। এদিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত। ৪০০ সালের দিকে রোমানরা যখন খ্রিস্টধর্ম গ্রহণ করে, তখন ‘জুনো’ উত্সব আর সেইন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটি একসুতোয় গেঁথে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’ হিসেবে উদযাপন করা শুরু হয়।“”

ভালোবাসা উক্তি সমূহঃ
.....................................

♥*.'প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।' ……প্লেটো

♥*.'প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।'……স্পুট হাসসুন

♥*.'ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।'……জর্জ চ্যাপম্যান

♥*.'ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।'……টমাস ফুলার

♥*.'কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।'……কনফুসিয়াস

♥*.'যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।'……এলিজাবেথ বাওয়েন

♥*.'বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না'
……চার্লস কনটন

♥*.'ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।'……হ্যাভনক এলিস

♥*.'যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।'
……কিটস্

♥*.'ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।' ……সমরেশ মজুমদার

♥*.প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি.................. হল.রুক.জ্যাকসন ।

♥*.প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে ..................... প্লেটো ।

♥*.প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়............ জ্যা পল বিশার ।

♥*.প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়......... স্কুট হাসসুন ।

♥*.প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য...................... জর্জ চ্যাপম্যান ।

♥*.প্রেম লুকানো পথ চেনে ................ জার্মান প্রবাদ।

♥*.ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ............ টমাস ফুলার ।

♥*.ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না .................. টমাস ফুলার ।

♥*.ঘৃণা অন্ধ, প্রেমের মতই........................... টমাস ফুলার ।

♥*.কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে........ দস্তয়েভস্কি।

♥*.কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া......... কনফুসিয়াস।

♥*.যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে ............ এলিজাবেথ বাওয়েন ।

♥*.বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা থাকে না ........................চার্লস কনটন।

♥*.যে নারীকে আমি ভালবাসি তার সাহায্য সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি নৃপতিরুপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে..................... অষ্টম এডওয়ার্ড ।

*.ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা.............হ্যাভনক এলিস।

♥*.ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন ছাড়াই ঘৃণা করি............ জাঁ ফ্রাঁসোয়া রেনার।

♥*.ওহ, এতো ভাল তাকে আমি বেসেছি , ঘৃনার কোন অনুভূতিই না থাকে তার প্রতি............জাঁ রাসিন ।

♥*.যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই..................কীটস্।

♥*.ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না............রেগনার্ড।

♥*. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না.............. বায়রন।

♥*. ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না............টেনিসন ।

♥*. ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়...............ডেভিড রস ।

♥*. জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ .......... সেকেনা।

♥*. প্রেম হলো সিগারেটের মতো, জার আরাম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে....... বার্নার্ড শ।

♥*. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ............... হুমায়ূন আজাদ।

♥*. কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না... বসন্ত বাউরি।

♥*.ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা...মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ...............সমরেশ মজুমদার।

♥*.মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....সমরেশ মজুমদার।

♥*.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন......রবীন্দ্রনাথ ঠাকুর ।

♥* .আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়............রবীন্দ্রনাথ ঠাকুর।

*. পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো.............নির্মলেন্দু গুণ।

♥*.মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র"................এইচ.জি.লরেন্স।

♥*. বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ............কাজী নজরুল ইসলাম।

♥*.একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে চটি,জামা,মাথা
থাকবেনা রাস্তায় গাড়ীঘোড়া, দোকানপাট সব বন্ধ
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ!..................অঞ্জন দত্ত.।

আমার প্রিয় কিছু উক্তিঃ
.....................................

*.মানুষের ভেতরে কীটপ্রবণতা কী সাঙ্ঘাতিক! ফুলের আভাস পেলে, মধুর গন্ধ পেলে সে দিগ্বিদিক জ্ঞান হারায়—বুদ্ধি-বিবেচনা-দূরদর্শিতা সবই হারিয়ে ফেলে। তার ওপর এসে ভর করে তীব্র ভালোবাসা।

সত্যিকারের সম্পর্ক কচুপাতার মতো ....
যতই চোখের পানি জমিয়ে রাখো তাতে , সে ততোই তা ঝড়িয়ে ফেলার অজুহাত খুজবে ...

♥*.যখন কোন ছেলে কোন মেয়েকে দেখে ,
তখন সে মেয়েটার সাথে কথা বলতে ভয় পায়,
যখন কথা হয় তখন সে ভয় পায় তাকে পছন্দ করতে ,
যখন সে মেয়েটাকে পছন্দ করে ফেলে তখন সে ভয় পায়,মেয়েটাকে ভালবাসতে ।
আর একবার যখন সে মেয়েটাকে ভালবেসে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে হারাতে ....
......................................

*.ভালোবাসা হচ্ছে এমন
যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয়...
আর সবচেয়ে আবাক বিষয় হচ্চে......
আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন .........।।

*.কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না...
তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর..., যে তোমাকে সত্যিকার অর্থেই ভালবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালবাসবে...

*.ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই,
একটি মুহুর্তই যথেষ্ট...

*.একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে.........
*.পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না।

*.ঘনিষ্ঠ হবার সময় আমরা পরস্পরের গুণগুলো জানার আগে দোষগুলো জেনে ফেলি।

"প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কোনোকিছুই স্বাধীনতার অভাবকে পূরণ করতে পারে না।"
আমি আজ স্বাধীন , মুক্ত .............
তাই আমার কোন পিছু টান নাই, তাই আমি সুখী ...
যদিও রাস্তায় কোন প্রেমিক-প্রেমিকা জুটি দেখলে খুব খারাপ লাগে , আফসোস হয় ...
কিছুক্ষণ পর স্বাধীনতার সুখের কথা চিন্তা করে সব খারাপ লাগা ভালো হয়ে যায়

ভালবাসার চিঠি

ভালবাসার চিঠি

                              

প্রিয়া কেমন আছো তুমি?? কতদিন দেখিনি তোমায় খুব দেখতে ইচ্ছে করে৷ ইচ্ছে হয় সারা জীবন তোমার চোখের সামনে বসে থাকি কিন্তু তোমাকে দেখার সাধ আর কোন দিনই মিটবে না আমার৷ তোমার এমন সাধ হয় কিনা-- কিংবা তুমি আমাকে এখনও ভালোবাসো কিনা !!! এ সব প্রশ্ন করে তোমাকে বিব্রত করবো না৷ কারণ আমি চায় না তুমি আমাকে ভালোবাসো৷ কারণ ভালোবাসলে আমি আরও ঋণই হয়ে যাবো তোমার যে৷ তুমি মাত্র 2 বছরে যে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার ঋণই তোমাকে সারাজীবন ভালোবেসে শোধ দিতে পারব কি না জানি না৷ আমি শুধু জানি তুমি মিশে আছো আমার স্মৃতিতে, আমার অনুববে, আমার অন্তরে৷ জানো এখনও গভীর রাতে তোমাকেই মনে পডে৷ বুকের ভেতরটা হা হা কার করে ওঠে সব কিছু শুন্য মনে হয তোমাকে ছাড়া, নিজের অজান্তেই চোখে জল চলে আসে৷ আমি জানি আমার চোখের দু-ফোঁটা অশ্রু মুঝতে তুমি কখনই আসবে না৷ তবুও অবাধ্য জলকনা অযথাই ঝডে পড়ে, অনকে চেষ্টা করেও সামলাতে পারি না৷ আমার কথা গুলো তোমার কাছে কি খুব বেশি অবিশ্বাস্য মবে হচ্ছে??? সত্যি বলছি আজও আমি পারিনি তোমাকে ভুলে যেতে , আজও ভুলিনি তোমার স্পর্শ, তোমার আলিঙ্গন, তোমার চুমু , তোমার ভালোবাসার কথা৷ কি ভাবে ভুলু বলোতো ??? এ যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, তা ছাডা তোমাকে ভুলতেও চায় না৷ তোমার স্মৃতি মনে করে সারাজীবন কষ্টই পেতে চায় কারণ আমাকে এ ই কষ্ঠের মাঝেই আমি আনন্দ খুজে নিযেছি৷ আমার এই কষ্ঠে ভেজা আনন্দগুলির কথা নাই বা জানলে৷ কিন্তু তোমার কথা, তোমার আনন্দ, তোমার কষ্ঠগুলোর কথা আমাকে জানতে খুব ইচ্ছা করে৷ দীর্ঘ 2 বছর 4 মাস 23 দিন অজানা রয়ে গেছে আমারও তোমারও৷ সব কিছুই জানাতে ইচ্ছা করে৷ জানি না কবে এই অজানাগুলি জানাতে পরিণত হবে৷ যদি কোনদিন এই অজানা ফগুলো জানর সুযোগ আসে নিশ্চয়ই সে দিন মিথ্যা বলবো না৷কারণ আমি কোনদিনই তোমাকে মিথ্যা কথা বলিনি জানি কোনদিনই সে সুযোগ আসবে না তবুও প্রতীক্ষায আছি আর হতও থাকব চিরোকাল

তোমাকে হারিয়ে মনে হয়
দুনিয়া থেকে ছিটকে পরেছি বহু দুরে ।
সব কিছু ছিন্ন করে তুমি কিভাবে ভুলে রইলে ।
আমার দুনিয়াতে আজ মেঘলা আকাশ
সব কিছু অন্ধকারে ঢাকা পরে আছে ।
ভালোবাসার সেই চাঁদ সূর্য কালো মেঘের আড়ালে ।
তুমি নাই বলে আজ চোখ বুঝলে স্বপ্ন খেলা করে না ।
তুমি নাই বলে আজ কল্পনার জগতে অন্ধকার বিরাজ করে ।
তোমাকে ভুলে যাব শত চেস্টা করেও ভুলতে পারি না ।
আজ কেন জানি বারে বারে তোমাকে
খুব বেশি মনে পরছে ।
তোমাকে অভিশাপ দেই না কারণ আমি
আজও তোমাকে ভালোবাসি
আজও আমি অপেক্ষায় থাকি তুমি ফিরে আসবে ।

দুটি ভালবাসার কবিতা

একটু খানি
একটু খানি হাসি দিলে
একটু অভিমানে,
অমনি আমি ছুটে এলাম
ভালবাসার টানে।

একটু খানি কাছে এসে
একটু দিলে আদর,
অমনি তোমায় বিছিয়ে দিলাম
ভালবাসার চাদর।

একটু খানি হাত বাড়িয়ে
ধরলে যেদিন হাতে,
ঘুম কাতুরের ঘুম নিয়েছ
সুখ নিয়েছ সাথে।

আশ্রয়
,
আকাশ জুড়ে মেঘ করেছে
করুক
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
পড়ূক
রৌদ্র তাপে ভিজিয়ে দিক সব
তাতে, আমার আসবে যাবে কি!
যখন, তোমার কোলে
মাথা রেখেছি!